Home রাজনীতি চীন কমিউনিষ্ট পার্টির ‘বিশ্ব রাজনৈতিক দল শীর্ষ সম্মেলন’ এক নতুন দিগন্ত–জাসদ

চীন কমিউনিষ্ট পার্টির ‘বিশ্ব রাজনৈতিক দল শীর্ষ সম্মেলন’ এক নতুন দিগন্ত–জাসদ

47

ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টি অফ চায়না (সিপিসি) এবং ওয়ার্ল্ড পলিটিক্যাল পার্টির শীর্ষ সম্মেলন সিপিসি উদযাপনের শততম বার্ষিকীর এক নতুন দিগন্ত । সিপিসি ‘র আয়োজনে রাজনৈতিক দলের সর্বোচ্চ স্তরের নেতাদের অংশগ্রহনের মাধ্যমে বৃহত্তম রাজনৈতিক শীর্ষ সম্মেলনও পরিনত হয়েছিলো। এটি বিশ্ব রাজনীতি এবং বিশ্ব রাজনৈতিক দল উভয়ের ইতিহাসে এক নজিরবিহীন সভা। ২০ টি রাজনৈতিক দলের প্রধান যারা ওই দেশের রাষ্ট্র ও সরকার প্রধান হিসাবেও দায়িত্ব পালন করছেন তারা শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য প্রদান করেন। ১৬০টি দেশের রাজনৈতিক দল ও রাজনৈতিক সংগঠনের ৫শতাধিক নেতা এবং ১০,০০০ এরও বেশি দলের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন। কমিউনিস্ট পার্টি অব চায়না-সিপিসি’র বন্ধুপ্রতীম দল হিসাবে বাংলাদেশ থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে এ সম্মেলনে অংশগ্রহণ করেন। এ সময় অন্যান্য নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জণসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবির স্বপন।

উন্নয়ন কিছু লোকের একচেটিয়া বিশেষাধিকার নয়, অন্য দেশের উন্নয়নকে ব্যর্থ করার যে কোনও প্রচেষ্টা প্রশংসনীয় নয়, এ প্রচেষ্টা বৃথা যাবে- মঙ্গলবার বেইজিংয়ের সিডিসি ও ওয়ার্ল্ড পলিটিক্যাল পার্টির শীর্ষ সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে প্রধান বক্তৃতায় কমিউনিস্ট পার্টি অব চায়না-সিপিসির সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী চীন সরকারের প্রেসিডেন্ট কমরেড শি জিংপিং এ মন্তব্য করেন। “আমাদের সকল দেশকে উন্নয়ন ও সহযোগিতা বাড়াতে সক্ষম করতে হবে এবং উন্নয়নের ফল সবার সাথে ভাগ করে নেওয়ার বিষয়টি লক্ষ্য করা উচিত। শি তার বক্তব্যে বৃহত্তর ইক্যুইটি, উচ্চ দক্ষতা এবং শক্তিশালী সমন্বয় আনার জন্য যৌথ প্রচেষ্টা করার আহ্বান জানিয়েছেন। বৈশ্বিক বিকাশ, মানুষের অগ্রগতি প্রচারের প্রয়াসে শি জোর দিয়েছেন। শি তার বক্তব্যে উল্লেখ করেন, বিশ্বব্যাপী দারিদ্র্য হ্রাস প্রক্রিয়ায় সিপিসি আরও চীনা সমাধান এবং চীনা শক্তি অবদান রাখতে ইচ্ছুক; এবং চীন কোভিড -১৯ এর বিপরীতে আন্তর্জাতিক সহযোগিতা সমর্থন করতে কোন প্রয়াস ছাড়বে না।