Home সারাদেশ চরফ্যাশনে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

35

কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলার চরফ্যাশনে কচুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল পাঠদান পর্যবেক্ষন ও শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে কচুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় কচুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চরফ্যাশন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আল নোমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. অহিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, মো. আশরাফ হোসেন ও কচুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও শিক্ষার মান উন্নয়নে যেসব বাধা রয়েছে তা কিভাবে উত্তরণ করে শিক্ষাকে আরো মানসম্মত ও যুগোপযোগী করা যায় বক্তারা সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কচুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসে গিয়ে ছাত্র-ছাত্রীদের ডিজিটাল পাঠদান কার্যক্রম পর্যবেক্ষন করেন।
এসময় উপস্থিত ছিলেন কচুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাহিদা আফরুজ, মো. ইব্রাহীম, সিমা রানী, সামচুন নাহার, মো. মাহাফুজুর রহমান, মো. রফিকুল ইসলাম, কামরুন নাহার, মো. মিজানুর রহমান, মো. আবুল হোসেন, মো. শফিকুল ইসলাম, শাহারুন নেছা, মুনমুন আক্তার, খাদিজা বেগম, আকছিরুন নেছা সুইটিসহ ছাত্রী-ছাত্রীবৃন্দ।