Home জাতীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযুক্তদের শাস্তির দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযুক্তদের শাস্তির দাবি

45

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে অপরাধীদের চিহ্ণিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানেও নারীরা নিরাপদ নয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে এমন একটি ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেশে নারীদের নিরাপত্তাহীনতার অবস্থা কতটা ভয়ঙ্কর। বিশ^বিদ্যালয় প্রশাসন নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ নিয়ে প্রক্টরের নিকট গেলে প্রথমে অভিযোগ আমলে নেয়া হয়নি। উল্টো ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে। অভিযোগ না নেয়ার ঘটনাই প্রমাণ করে নারীদের প্রতি প্রশাসনের দৃষ্টিভঙ্গী ও দায়িত্বহীনতা । শিক্ষার্থীরা যখন নিপীড়নের বিচার চেয়ে রাস্তায় নেমেছে তখন প্রশাসন নারী শিক্ষার্থীদের রাত ১০টার মধ্যে হলে প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করছে। এর মাধ্যমে প্রশাসন তাদের ব্যর্থতার দায় চাপাতে চাইছে নারী শিক্ষার্থীদের উপর।

নেতৃবৃন্দ শিক্ষার্থীদের চার দফা দাবি ১. ছাত্রীদের হলে প্রবেশের ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেয়ার অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ২. অকার্যকর যৌন নিপীড়ন বিরোধী সেল বাতিল করে নতুন করে কার্যকর সেল গঠন করতে হবে। এই সেল সকল অভিযোগের ক্ষেত্রে ১ মাসের ভিতরে তার নিষ্পত্তি করবে। ৩. আগামী ৪ কর্মদিবসের মধ্যে চলমান ঘটনাগুলোর বিচার ও সুষ্ঠু সমাধান করতে হবে। ৪. এই ৪ কর্মদিবসের মধ্যে সমাধানে ব্যর্থ হলে প্রক্টরিয়াল বডি স্বেচ্ছায় পদত্যাগ করবে। এর সাথে পূর্ণ সংহতি জ্ঞাপন করে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে ছাত্রীদের দাবি মেনে নিতে হবে অন্যথায় সারাদেশে এ আন্দোলন ছড়িয়ে দেয়া হবে।