Home জাতীয় গ্রেডের ফাঁদে শ্রমিকদের মজুরি কমানোর অপকৌশল বন্ধ কর

গ্রেডের ফাঁদে শ্রমিকদের মজুরি কমানোর অপকৌশল বন্ধ কর

17

ডেস্ক রিপোর্ট: পোশাক শ্রমিকদের মজুরি বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ করে পূণঃনির্ধারণ, গ্রেডের ফাঁদে শ্রমিকদের মজুরি কমানোর অপকৌশল বন্ধ, জ্যাকার্ড অপারেটর ও প্রোডাকশন শ্রমিকদের মজুরি কাঠামোর ১ নং গ্রেডে পদায়ন, জ্যার্কাড অপারেটর, নিটিং অপারেটরসহ সকল ক্ষেত্রে ৮ ঘন্টা কর্মদিবস বাস্তবায়ন, মজুরি আন্দোলনে শ্রমিক হত্যার বিচার, ক্ষতিগ্রস্খ পরিবারসমূহ কে ক্ষতিপূরণ প্রদান, শ্রমিকদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃত শ্রমিক ও শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ ৫ জানুয়ারি ২০২৪, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সঞ-সভাপতি খালেকুজ্জামান লিপন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৌমিত্র কুমার দাস, রাহাত আহমেদ,আল আমিন হাওলাদার শ্রাবন, মোহাম্মদ সোহেল, আনিসুর রহমান আনিস, আনোয়ার খান প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস শ্রমিকরা শান্তিপূর্ণ ভাবে ২৩ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানিয়েছিল। গার্মেন্টস মালিকরা শ্রমিকদের মজুরি দাবির ন্যায্যতা যুক্তি দিয়ে খন্ডন করতে ব্যর্থ হয়ে, দালাল আর রাষ্ট্র প্রশাসন ব্যবহার করে মিথ্যা মামলা, গ্রেপ্তার, অজুহাত তৈরি করে শক্তি প্রয়োগ, চাকরি হারানোর হুমকিপ্রদানসহ নানা অপকৌশলে শ্রমিকদের ন্যায্য মজুরির শান্তিপূর্ণ আন্দোলন দমন করার পথ বেছে নেয়।