Home জাতীয় গোলাম আরিফ টিপুর প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

গোলাম আরিফ টিপুর প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

15

স্টাফ রিপোটার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পূর্বে আজ বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা দিয়ে গোলাম আরিফ টিপুর মরদেহ ঢেকে দিয়ে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়।
গার্ড অব অনার প্রদানের পর গোলাম আরিফ টিপুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এসময় শ্রদ্ধা নিবেদন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে প্রসিকিউটর এডভোকেট সুলতান আহমদ, গোলাম আরিফ টিপুর কন্যা ডালিয়া নাসরিন, মহিলা পরিষদের সভাপতি ডা . ফৌজিয়া মোসলেম প্রমুখ নেতৃবৃন্দ।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশ জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, গণজাগরণ মঞ্চ, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, কেন্দ্রীয় খেলাঘর আসর, জনলোক, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ প্রয়াত গোলাম আরিফ টিপুর মরদেহে শেষ শ্রদ্ধা জানান। নেতৃবৃন্দ গোলাম আরিফ টিপুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি পরিচালনা করেন ও গোলাম আরিফ টিপুর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম।
এসময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।