আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রতিটি মানুষ আগামী ছয় সপ্তাহের মধ্যে খাদ্য নিরাপত্তার সম্মুখীন হবেন। বৃহস্পতিবার জাতিসংঘের ক্ষুধা পর্যবেক্ষণ ব্যবস্থার এক প্রতিবেদনে এ আশংকার কথা বলা হয়েছে।
প্রতিবেদনে আইপিসি নামে পরিচিত পাঁচ স্কেলে খাদ্য নিরাপত্তাহীনতার শ্রেনী বিভাগ তার ‘সম্ভবত দৃ শ্যপটে’ পূর্বাভাস দিয়েছে ৭ ফেব্রুয়ারির মধ্যে ‘গাজা উপত্যকার সমগ্র জনসংখ্যা ( প্রায় ২২ লাখ মানুষ) খারাপ স্তরে থাকবে।
আইপসি বলেছে, এটি উচ্চ স্তরের তীব্র খাদ্য নিরাপত্তার সম্মুখীন লোকদের মধ্যে সর্বোচ্চ অংশ যা আইপিসি উদ্যোগ কোন প্রদত্ত অঞ্চল বা দেশের জন্য শ্রেনীবদ্ধ করেছে।