Home সারাদেশ গরিব ও অসহায় ১০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

গরিব ও অসহায় ১০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

17

স্টাফ রিপোটার: মাহে রমজানের প্রথমদিনে ১০০০ হাজার গরিব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া আলোচনা সভা করেছে মাতুয়াইল ব্রীজ ক্লাব। মঙ্গলবার বিকালে কোনাপাড়া মান্নান স্কুল এণ্ড কলেজ মাঠে প্রতিজন পরিবারের মধ্যে খেজুর ১ কেজি, ছোলা ২ কেজি, বুট ১ কেজি, মুড়ি ১ কেজি ও আলু ২ কেজি, চিনি ১ কেজি এবং ৩ কেজি করে চাউলসহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল এমপি। তিনি বলেন, মাতুয়াইল ব্রীজ ক্লাব সংগঠনটি সর্বদায় আর্ত মানবতার সেবায় কাজ করবে বলে আমি বিশ্বাস করি। তিনি আরও বলেন, পবিত্র রমজানকে আল্লাহ তালা নেয়ামত হিসেবে আমাদের মাঝে দান করেছেন। যারা দুস্থ, অসহায় রোজাদারদের পাশে দাঁড়ায় তারা মহৎ ব্যাক্তি। এই সংগঠনের মতো সমাজের বিত্তবান ব্যক্তিগণও যদি অসহায় রোজাদারদের পাশে এগিয়ে আসেন তাহলে সমাজে আর দারিদ্রতা থাকবে না। এ সময় সজল মোল্লা বলেন, উন্নয়নের জোয়ারে বদলে যাওয়া বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বেই এগিয়ে নিয়ে যেতে হবে। শেখ হাসিনাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উন্নত একটি সর্বাধুনিক ডিজিটাল রাষ্ট্রে পরিণত করার ভিশন বাস্তবায়ন করে চলেছেন নিরলসভাবে। আমরা যেন প্রত্যেকে নিজ নিজ এলাকায় জননেত্রী শেখ হাসিনার সেই ভিশন বাস্তবায়নে সহযাত্রী হতে পারি, সেই লক্ষে সবাইকে কাজ করার অনুরোধ জানান তিনি।
সংগঠনের সভাপতি ফেরদৌস ভূইয়া রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন খানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ৬৪নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল, ৬২নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ, মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্তনূর খান শান্ত, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মোল্লা শ্যামল, ৬৫নং ওয়ার্ড যুবলীগের সভাপকি নুরুল আমিন নীরু, যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ বিএম ফরমান আলী ও ডেমরা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জহিরুল ইসলাম, ৩নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শিপন প্রমুখ।