Home রাজনীতি গণ সংগ্রহে বাম জোটের নেতৃবৃন্দ

গণ সংগ্রহে বাম জোটের নেতৃবৃন্দ

30

ডেস্ক রিপোর্ট: সিলেট-সুনামগঞ্জ-নেত্রকোনা সহ বিভিন্ন জেলার বন্যার্তদের সহায়তার জন্য বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ গণচাঁদা সংগ্রহের দ্বিতীয় দিনে আজ ২২ জুন বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মতিঝিল-ফকিরাপুল-আরামবাগ-বিজয়নগর-পল্টন এলাকায় পদযাত্রা করে গণ সংগ্রহ করেন।
এসময় বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী) নেতা মানস নন্দী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা নজরুল ইসলাম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহীদুল ইসলাম সবুজ, বাম জোটের জুলফিকার আলী, আহসান হাবীব বুলবুল, তৈমুর খান অপু, জহিরুল ইসলাম সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। গণচাঁদা সংগ্রহের সময় নেতৃবৃন্দ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষকেই মানবতার সেবায় এগিয়ে আসতে হবে।
ত্রাণ সংগ্রহ শেষে অভিজ্ঞতায় নেতৃবৃন্দ জানান ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকাই সাধারণ মানুষ দিয়েছেন। এর মধ্যে শ্রমজীবী রিকশা চালক, ভ্যান চালক, ছোট দোকানদার ও সাধারণ পথচারীরাই আগ্রহ নিয়ে বন্যার্ত মানুষের জন্য অর্থ সহযোগিতা করেছেন।
উল্লেখ্য, সিলেট-সুনামগঞ্জ-নেত্রকোনায় বাম জোটের ত্রাণ তৎপরতা চলছে।
আগামী ২৭ জুন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বন্যার্ত এলাকায় গিয়ে সরাসরি ত্রাণ তৎপরতায় অংশ নেবেন।