Home সাহিত্য ও বিনোদন গণহত্যার পরিবেশ থিয়েটার ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি মঞ্চায়ন

গণহত্যার পরিবেশ থিয়েটার ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি মঞ্চায়ন

124

কাজী শাহীন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যজন লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে দেশের ৬৪ জেলার ৬৫টি বধ্যভূমিতে মঞ্চায়িত হচ্ছে গণহত্যার পরিবেশ থিয়েটার।

আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি প্রযোজনা।

ক. বাগেরহাট জেলায় শামসুল হাদীর রচনা ও নির্দেশনায় `ডাকরা এবং তারপর’

খ. মাগুরা জেলায় শাহীন রেজা রাসেল এর রচনা এবং ধীমাণ চন্দ্র বর্মণ এর নির্দেশনায় নাটক `রক্তাক্ত করোটি’

গ. শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ঢাকায় একাত্তরে ১৪ ডিসেম্বরের হত্যাযজ্ঞ নিয়ে নাটক ‘চোখবাঁধা মাইক্রোবাস ও শূন্যতার গল্প’ রচনা ড. মাহফুজা হিলালী ও নির্দেশনা আমিনুর রহমান মুকুল।

১৭ ডিসেম্বর রাত ৯.০০ ‘চোখবাঁধা মাইক্রোবাস ও শূন্যতার গল্প’ নাটকটির কারিগরী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। আলোকচিত্রী এবং দৃশ্য ধারণে আগ্রহী ভিডিও ক্যামেরাসহ সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, পরিবেশ থিয়েটারে পুরো বধ্যভূমি স্মৃতিসৌধ এলাকাটি ব্যবহার হবে অভিনয়ক্ষেত্র হিসেবে। কারিগরী মঞ্চায়েনে ভিডিও ও স্থিরচিত্র ধারণ সুবিধাজনক হবে তাই বিশেষ অনুরোধ করা হচ্ছে।