ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনিদের সঙ্গে কোন সংলাপ নয় বা আলোচনা হবে না। এবং বাংলাদেশের জনগণও তা চায় না।আর আগামী জাতীয় নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হবে এবং কেই তা ঠেকাতে পারবে না।
প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকালে সাম্প্রতিক বেলজিয়ামের ব্রাসেলস সফর সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।গোবাল গেটওয়ে ফোরমে যোগদানের জন্য ২৪-২৬ অক্টোবর ব্রাসেলস সফর করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আগামী নির্বাচন পর্যন্ত পূনাঙ্গ মন্ত্রী সভা কাজ করবে।
তিনি আরও বলেন, আরপিও অনুযায়ী নির্বাচনের তফসির ঘোষণার পর মন্ত্রী সভা তাদের রুটিন কাজ করবে।এবং মন্ত্রীরা তাদের নির্বাচনী প্রচারণার সময় সরকারি সুযোগ-সুবিধা পাবেন না।
সরকার প্রধান বলেন, বিএনপি ও ইসরায়েলের মধ্যে কোন পার্থক্য নেই, কারন হামলার বর্বরতা একই ছিল।এই ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার জন্য আমরা আলোচনা করব।
সংবাদ সম্মেলনে মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ,পররাষ্ট্র ন্ত্রি ড. এ কে আব্দুল মোমেন প্রমুখ।
সংবাদ সম্মেলন সঞ্চালন করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ।