Home সারাদেশ খাগরবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে পাঠশালা প্রদীপ স্বারক গ্রন্থ প্রকাশনা ও সম্মাননা স্মারক প্রদান।

খাগরবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে পাঠশালা প্রদীপ স্বারক গ্রন্থ প্রকাশনা ও সম্মাননা স্মারক প্রদান।

167

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ( ২০১৮) খাগরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তর নিয়ে রচিত “পাঠশালা প্রদীপ স্বারক গ্রন্থ প্রকাশনা ও বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান সোমবার সকাল ১১টা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আবু বাসেদ স্যার, তিনি বলেন রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ে সন্মান অর্জনের জন্যে যারা দিকনির্দেশনা দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাবেক প্রধান শিক্ষক মোঃ সাইদুল ইসলাম বলেন,এই বিদ্যালয়ের জয়েন করার পর ঝড়ে স্কুলের ঘর উড়ে যায় এখন এত সুন্দর আজ বিদ্যালয় প্রাঙ্গন। সকল প্রধান শিক্ষক ও সভাপতি তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং সবাই আজকের এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য মোঃ আবু বাসেদ স্যার কে ধন্যবাদ জানান। প্রধান অতিথি মোঃ খলিলুর রহমান সরকার বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য উপজেলা চেয়ারম্যান হিসাবে সাধ্যমত সহযোগিতা করেছি, আগামীতে এই সহযোগিতা অব্যাহত থাকবে।নিজ গ্রামের উন্নয়নের জন্য সবাই কে ঐক্য বদ্ধ থাকতে । পাঠশালা প্রদীপ বইয়ের সম্পাদক শাহাদুল করিম বলেন,যারা অর্থ দিয়ে ও বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন সবাই কে ধন্যবাদ জানান। সকল সভাপতি ও প্রধান শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মোঃ আব্দুল মজিদ মাস্টার, সভাপতি (২০১৭-২০২১),হাজী মোসলেম আলী (১৯৯১-১৯৯৪), মোঃ মজিবর রহমান (১৯৯৬-২০০০), মোঃ মোয়াজ্জেম হোসেন (২০০৪-২০০৭) ।এছাড়া মরণোত্তর সম্মাননা স্মারক হাজী আবেদ আলী সরকার (১৯৬৮-১৯৮২), মোঃ আমিনুর রহমান (১৯৮২-১৯৮৭), মোঃ আজাহার আলী (১৯৮৭-১৯৯১), মোঃ ইকবাল হোসেন (২০০০-২০০২), মোঃ আজিজুল হক মেম্বার (২০০২-২০০৪), প্রধান শিক্ষক মরণোত্তর শ্রী অনুকূল চন্দ্র হলদার(১৯৪৭-১৯৪৯), মোঃ আপাল হোসেন (১৯৫০-১৯৬০), মোঃ চকমান হোসেন (১৯৬০-১৯৬৫), মোঃ ফজলুল রহমান মুন্সী(১৯৬৬-১৯৭২), মোঃ আবুল হোসেন(১৯৯৬-২০০১), মোঃ আব্দুর রাজ্জাক(২০০৫-২০০৬)। এছাড়া ও সাবেক প্রধান শিক্ষক মোঃ তফিজ উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক, মোঃ ইসমাইল হোসেন, সাবেক প্রধান শিক্ষক এস.এম.আবদুর রব । অতিথি দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আনিছুর রহমান, প্রধান শিক্ষক বাদল স্কুল, মোঃ শফিকুল হায়দার, প্রধান শিক্ষক পুং গুলী স্কুল, ইন্সট্রাক্টর চৌধুরী মাহবুবুল আলম, মোঃ আব্দুল হাফিজ সভাপতি প্রেস ক্লাব, ফরিদপুর সহ ছাত্র/ছাত্রী বৃন্দ। শাহাদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন শ্রদ্ধেয় মোঃ আবু বাসেদ স্যার ।