Home সারাদেশ কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস

কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস

26

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: “পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌর সভা যৌথ উদ্যোগে এ দিবসটি আয়োজনে করে। এ উপলক্ষে বুধবার সকালে পৌরসভা চত্ত¡র থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। এতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়িসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক ব্যানার ফেস্টুন নিয়ে অশংগ্রহন করে। পরে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকত এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন,পায়রা ও বেলুন উড়িয়ে তিনদিন ব্যাপী পর্যটন মেলা এবং কনসার্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন।
এসময় কুয়াকাটা পর্যটন জোন ম্যাজিস্ট্রেট মো.রবিউল ইসলাম,কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ ইনেসপেক্টর মো.আবু হাসনাইন পারভেজ,কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মো.নাসির উদ্দিন বিপ্লব, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.মাহবুব আলম আকন, হোটেল মোটেল ওনার্স এসোসিশেনের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ হোসেন সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।