Home সারাদেশ কুয়াকাটার সৈকতে কুড়িয়ে পাওয়া টাকা ফেরৎ দিয়েছে ফটোগ্রাফার

কুয়াকাটার সৈকতে কুড়িয়ে পাওয়া টাকা ফেরৎ দিয়েছে ফটোগ্রাফার

30

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে কুড়িয়ে পাওয়া ৪৮ হাজার টাকা ফেরৎ দিয়েছে ফটোগ্রাফার হাবিব। শুক্রবার বিকালে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা এ টাকার মালিক পর্যটক মো.মিজানুর রহমানের হাতে তুলে দেয়। সে বগুড়া থেকে কুয়াকাটায় এসে পরিবার নিয়ে লেম্বুরবনে ঘুরতে গিয়ে ওই টাকা হারিয়ে ফেলেন।
পর্যটক মিজানুর রহমান বলেন, ভাবছিলাম টাকা আর পাবো না। ট্যুরিষ্ট পুলিশের মাইকিং শুনে সেখানে গিয়ে দেখি এক ফটোগ্রাফার টাকা নিয়ে দাড়িয়ে রয়েছে। আমি ওই ফটোগ্রাফার ও স্থানীয় মানুষের ব্যবহারে মুগ্ধ হয়েছি। তবে এত সৎ মানুষ কম দেখেছি।
ফটোগ্রাফার হাবিব বলেন, সৈকতে ছবি তুলতে ছিলাম। হঠাৎ চোখ পড়ে একটি টিসু পেপারে মোড়ানো কিছু টাকা। পাশে কেউ ছিলোনা। টাকাগুলো তুলে নিয়ে আসি। এর পর আমাদের সভাপতির মাধ্যেমে ট্যুরিষ্ট পুলিশের কাছে জমা দেই।
ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, সঠিক বর্ননা দেওয়ায় পর্যটককে টাকাগুলো ফেরৎ দেয়া হয়েছে।