Home জাতীয় কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

29

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন গন্তব্য সুরক্ষা ও পর্যটন নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ হেডকোয়াটারের উদ্যোগে সোমবার সকালে কুয়াকাটা পৌরসভার সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন খুলনা ও বরিশাল বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, পিপিএম (বার)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র মো.আনোয়ার হোসেন হাওলাদার, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি মো.নাসির উদ্দিন বিপ্লব। এসময় ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ হাসনাইন পারভেজ সহ ট্যুরিস্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্সে মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা বলেন, মাননীয় প্রধান মন্ত্রী নিজেই ট্যুরিস্ট পুলিশ গঠন করেছেন। পর্যটন সম্প্রসারণের লক্ষ্যে এ বাহিনী গঠন করা হয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের পর কুয়াকাটা সমুদ্র সৈকতে দিন দিন পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশদের পেশাদারিত্ব বজায় রেখে পর্যটক বান্ধব পুলিশ হিসেবে কাজ করতে হবে।