Home সারাদেশ কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাছ ব্যবসায়ির কারাদন্ড

কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাছ ব্যবসায়ির কারাদন্ড

29

প্রতাপ হোড়,সাতক্ষীরা : কালিগঞ্জে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অপরাধে এক ব্যবসায়িকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১টায় দিকে উত্তরপার সাব-রেজিঃ অফিসের সামনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী। এসময় বাগদা মাছে অপদ্রব্য পুশের অপরাধে উপজেলা কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের খোকন শেখের ছেলে রাইসুল ইসলাম শেখ (৪৫) কে ১ মাসের বিনাশ্রাম কারাদন্ড প্রদান ও ৯০ কেজী বাগদা চিংড়ি মাছ জব্দ করা হয়। স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উদ্ধারকৃত ৯০ কেজী মাছের মধ্যে ৬০ কেজি মাছ এতিমখানায় দেওয়ার নির্দেশ দেন এবং বাকী ৩০ কেজি চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।