Home সাহিত্য ও বিনোদন কাকরাইলে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন করলেন নাট্য নির্মাতা দিলু

কাকরাইলে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন করলেন নাট্য নির্মাতা দিলু

27

ডেস্ক রিপোর্ট: সেলুনে আসা গ্রাহকদের বই পড়ায় উৎসাহিত করতে ঢাকার কাকরাইলে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে শান্তিনগর বাজার রোডস্থ ‘ভাই ভাই হেয়ার ড্রেসার’ সেলুনে এর উদ্বোধন করেন অভিনেতা, নাট্যকার, নাট্য নির্মাতা ও চলচ্চিত্র প্রযোজক দীল মোহাম্মদ দিলু। এ সময় সেলুনের কারিগর মোহাম্মদ সেলিমের হাতে তাক ও বই তুলে দেন অতিথিরা।

অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আমিনুল হক আমীন, সেলুনের কারিগর মোহাম্মদ আলম, নাট্যকর্মী শাহীন বাদশা ও মোহাম্মদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে দীল মোহাম্মদ দিলু বলেন, ‘আমাদের অতি প্রয়োজনীয় কাজ সারতে আমরা সেলুনে আসি। ছোট-বড়, শিশু এমনকি মহিলাদের জন্যও অনেক সেলুন আছে। দেখা যায়, সেলুনে এসে আমাদের অনেক সময় বসে থাকতে হয়। এ সময় আমরা কি করব? বসে থাকব নাকি মোবাইল দেখে চোখ নষ্ট করব নাকি বাইর থেকে ঘুরে এসে আবার বসব? তার চেয়ে ভাল হয় যদি সেলুনে বই থাকে। প্রত্যেকটা সেলুনে গল্পের বই, উপন্যাস, কবিতার বই থাকলে মানুষ পড়লে ভাল লাগবে। সেলুনে বই থাকলে সময় নষ্ট হবে না, বরঞ্চ উপকার হবে।’

উল্লেখ্য, কবি গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রমের আওতায় দেশের শতাধিক সেলুনে দুই বাংলার জনপ্রিয় লেখদের বই সম্বলিত বুক সেলফ শোভা পাচ্ছে। যেখানে সাধারণ মানুষ বই পড়ার অভ্যাস তৈরি করার পাশাপাশি জ্ঞান আহরণ করছেন।’