Home সারাদেশ সুনামগঞ্জ-১ আসনে বঙ্গবন্ধুর গোল্ডকাপ শুভ উদ্ভোধন

সুনামগঞ্জ-১ আসনে বঙ্গবন্ধুর গোল্ডকাপ শুভ উদ্ভোধন

64

রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ-১ আসনে বঙ্গবন্ধুর গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট- ২০২৩ শুভ উদ্ভোধন করেন- সুনামগঞ্জ -১ নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। শুক্রবার বিকাল ৪ ঘটিকায় উপজেলায় সাচনা বাজার ইউনিয়নে কুকড়াপশী খেলার মাঠে শুভ উদ্ভোধন করা হয়েছে। আয়োজনে- সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু ফুটবল টুনামেন্ট এর সভাপতি ইউপি চেয়ারম্যান কাজজল চন্দ্র তালুকদার, সদস্য সচিব ইউপি চেয়ারম্যান মো: মাসুক মিয়া এর সঞ্চালনায়। বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসের প্রকৌশলী কামরুজ্জামান, জামালগঞ্জ উপজেলা নবাগত নির্বাহী অফিসার মো: মাসুদ রানা, টুনামেন্ট পরিচালনা কমিটির সভাপতি জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম শামীম, সদস্য সচিব তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জামালগঞ্জ থানার ওসি মীর মো: আব্দুন নাসের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান সহ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ ইউপি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন। উদ্ভোধনী ম্যাচ সাচনা বাজার ইউনিয়ন বনাম ভীমখালী ইউনিয়ন।

এমপি রতন বলেন, সুনামগঞ্জের হাওরাঞ্চলে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, জাতির পিতা “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি স্মরণে” এবার সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর উপজেলায়) বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত এর জামালগঞ্জ শুভ উদ্ধোধণ করা হয়।

সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ) চারটি উপজেলার ২৩টি ইউনিয়ন সহ সকল ইউনিয়ন চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় চার উপজেলায় পৃথক-পৃথক ভাবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে । আজ১৬ জুন শুক্রবার জামালগঞ্জে উদ্ভোধনী ম্যাচে, আগামী কাল ১৭ জুন শনিবার তাহিরপুর উপজেলার আনোয়ারপুর খেলার মাঠে, ১৮ই জুন রবিবার ধর্মপাশা উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ও ১৯ জুন সোমবার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক, বাংলাদেশ আওয়ামীলীগের। ফুটবল খেলায় ভীমখালী ইউনিয়নকে ২ গোলে পরাজিত করে সাচানা বাজার ইউনিয়ন পরিষদ বিজয়ী হন। বিজয়ীদের মাঝে অতিথি বৃন্দগণ পুরস্কার তুলেদেন।