Home জাতীয় কলাপাড়ায় খাঁচায় বন্দিদশা থেকে ২৩ পাখি উদ্ধার

কলাপাড়ায় খাঁচায় বন্দিদশা থেকে ২৩ পাখি উদ্ধার

26

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় খাঁচায় বন্দিদশা থেকে ২০ টি ঘুঘু, ১ টি শালিক ও ২ টি টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। শনিবার দুপুর দুই টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রাম থেকে এসব পাখি উদ্ধার করে এনিম্যাল লাভার্স কলাপাড়া শাখার সদস্যরা। এসময় পাখি শিকারী রাহাতুল ও জাহিদুল ইসলামের বাড়ি থেকে পাখি ধরার তিনটি ফাঁদও উদ্ধার করে তারা। এছাড়া ওই দুই পাখি শিকারীর কাছ থেকে মুচলেখা রখা হয়েছে বলে জানা গেছে।
এনিম্যাল লাভার্স কলাপাড়া শাখার সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার এসব পাখি উদ্ধার করা হয়। পরে পাখিগুলো উপজেলা বনবিভাগের কাছে হস্থান্তর করেলে প্রাথমিক চিকিৎসা শেষে অবমুক্ত করেছে।
কলাপাড়া উপজেলা বর্ন কর্মকর্তা আবদুস সালাম জানান, উদ্ধারকৃত পাখিগুলো জনসম্মুখ্যে অবমুক্ত করা হয়েছে। তবে পাখি শিকার বন্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।