Home জাতীয় করোনাকালে জাতীয় বীর কৃষকদের স্বার্থ রক্ষা হয়নি

করোনাকালে জাতীয় বীর কৃষকদের স্বার্থ রক্ষা হয়নি

88

ডেস্ক রিপোর্ট: সারাদেশে জেলা-উপজেলায় ডিসি ও ইউএনও কার্যালয়ের সামনে বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে আজ বাজেটে কৃষিখাতে সর্বোচ্চ বরাদ্দের দাবিতে মানববন্ধন, ঘেরাও, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালিত হয়।
কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নিমাই গাঙ্গুলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সহ-সাধারণ সম্পাদক সুকান্ত শফি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য শরীফুজ্জামান শরিফ ও মোবারক হোসেন ঝণ্টু। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবিদ হোসেন।
নেতৃবৃন্দ বলেন, যাদের শ্রম এবং ঘামের উপর এবং করোনার মধ্যেও দেশের খাদ্যভান্ডার সমৃদ্ধ ছিল, সেই জাতীয় বীর কৃষকদের অবদানের কোনো প্রকৃত স্বীকৃতি এই বাজেটে নেই। দেশের সবচেয়ে বড় কর্মসংস্থানের খাত কৃষি, সরকারের আর্থিক নীতিতে ব্যক্তিখাতকে প্রাধান্যের কথা বলা হলেও দেশের বৃহত্তম ব্যক্তিখাত-কৃষিখাত বাজেটে তার কোনো প্রতিফলন নেই।