Home বাণিজ্য ও অর্থনীতি কমলো চিনির দাম

কমলো চিনির দাম

23

ডেস্ক রিপোর্ট: রমজানের দ্বিতীয় সপ্তাহে এসে প্যাকেটজাত ও খোলা চিনির দাম কেজিতে ৩ টাকা করে কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী শনিবার (৮ এপ্রিল) থেকে এই দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নতুন এই মূল্য তালিকা ঘোষণা করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক মোছা. শামীমা আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সে গত ১৯ মার্চের সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের ২৭ মার্চ তারিখের আবেদন পর্যালোচনায় চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ঘোষণা করা হয়েছে।
পরিশোধিত প্রতিকেজি খোলা চিনি ১০৪ টাকা এবং প্যাকেটজাত ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। যার মূল্য আগে ছিল ১০৭ ও ১১২ টাকা।
আমাদের সময়.কম