Home শোক ও স্মরণ কমরেড আব্দুল মজিদের জীবনাবসান

কমরেড আব্দুল মজিদের জীবনাবসান

30

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষি ফার্মে শ্রমিক ফেডারেশন এর সভাপতি কমরেড আব্দুল মজিদ মারা গেছেন। আজ ১৬ অক্টোবর সোমবার ভোর ৫টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । গত ১১ অক্টোবর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
কমরেড আব্দুল মজিদ আজীবন এদেশের কৃষক, শ্রমিক, খেতমজুরদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়ভাবে শামিল ছিলেন।
কমরেড আব্দুল মজিদ মুত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি এক বিবৃতিতে গভীর শোকপ্রকাশ করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোক প্রকাশ করেছেন ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ও যুগবার্তা’র সম্পাদক রফিকুল ইসলাম সুজন।