Home সাহিত্য ও বিনোদন কবি শহীদুর রহমান -এর তিনটি কবিতা

কবি শহীদুর রহমান -এর তিনটি কবিতা

80

১. শরৎ প্রাতে

নীল আকাশে লুকোচুরি সাদা মেঘের খেলা
শান্ত নদীর দু’কুল ছোঁয়া শুভ্র কাশের মেলা

শিউলি ঝরা শরৎ প্রাতে
মন ভেসে যায় মধুর স্রোতে

তবুও কিসের দ্যোতনাতে লাগে বেদন দোলা !
নীল আকাশে লুকোচুরি সাদা মেঘের খেলা ।

মনের কোনে ব্যথা বিধুর জাগলো বেলাভূমি
হারিয়ে গেছে সজল মেঘের চঞ্চল মৌসুমী !

মুগ্ধ মায়ার সজীব টানে
তার সে প্রাণের নবীণ গানে

ভুলবো ভাবি অভিমানে তবুও হৃদয় খোলা !
নীল আকাশে লুকোচুরি সাদা মেঘের খেলা ।

শান্ত নদীর দু’কুল ছোঁয়া শুভ্র কাশের মেলা !!

২. ক্ষরিত হৃদয় জ্বলে

কোথায় তুমি নিয়ে যাবে বলো ?
নদীতীর, কাশবন, নীলাকাশ ছোঁয়া অবারিত সবুজ প্রান্তর ? শুভ্র-সৌরভ–কিংবা
সবুজে-শোভায় মন আর ভরে না কিছুতে ! বর্নিল-বিবর্ণ গোধুলী ঠেলে দেয় দূরে ধুসর-ধুম্র অন্ধকারে।

সম্প্রীতির ছায়াবনে নামে পাতক সন্ধ্যা !
ঝিরিঝিরি বাতাসে কেবলই ভেসে আসে অধর্মঘ্রাণ !
ঘনীভূত অন্ধকারে উদগ্র অশিষ্টাচারে
বিভেদ আগুন জ্বলে দিকে দিকে !
দু’চোখ শুধু জ্বলে নোনাজলে–অব্যক্ত শব্দের বাগান জ্বলে, ক্ষরিত হৃদয় জ্বলে বাক-বিহব্বলে !

শরতেও নেমেছে দেখো শ্রাবণ ধারা সুশীতল নিমজ্জনের প্রত্যাশায় বুঝি নিরব নির্ঝরে ।
তবুও নেভেনা হিংসা-পাবক, বিষাদ-বিভীষিকা ধর্মান্ধতার !
বিষবাষ্পীভূত পুঞ্জীভূত বিদ্বেষ আর ঘৃণার দাবানলে পুড়ে ছাই হয় মনন বৃক্ষ– হৃদয় কুঠির– মানুষ হবার বিকল যন্ত্র বিফল মন্ত্র–ধর্মতন্ত্র !
কোথায় তুমি নিয়ে যাবে বলো ?
শুভ্র সৌরভ–কিংবা সবুজে–শোভায় মন আর ভরেনা কিছুতে !
দৃষ্টির কান্নাভেজা চাতক চোখে শুধু অতৃপ্তির আদিগন্ত সন্ধান ভালোবাসাময় মানুষপ্রতিম মানুষের!

৩. অবজ্ঞার ঘনীভূত আগুন জ্বালো

আর কতকাল অপেক্ষায় থাকবো
এখনো এলোনা তো শিউলি বকুল ঝরা
সুবাসিত ভোর —
কাঙ্ক্ষিত সেই সোনালি আলো !
ও আমার কবিতা তুমি জেগে ওঠো
নিদ্রাকাতর থেকো না আর —
জেগে ওঠো খাতার পাতা থেকে
জেগে ওঠো চেতনার অন্ধকারে
প্রজ্বলিত ঝাঁড়বাতি হয়ে —
অগ্নিশর্মা তোমার প্রতিটি পংক্তির চোখে আজ অবজ্ঞার ঘনীভূত আগুন জ্বালো !
অবর্ননীয় ঘৃণা আর থুথুর লাভায়
ভাসিয়ে দাও
নষ্ট ছায়ায় পুষ্ট দাম্ভিক নরপশুদের !
যারা কদর্য শকুনের মতো তীক্ষ্ণ নখরে
উলঙ্গ-উন্মাদনায় বিবস্ত্র করে
আমার দেশের পবিত্র নাভিমূল !
ও আমার কবিতা তুমি জাগিয়ে দাও সহস্র কবিকে
জেগে ওঠো তুমি প্রতিবাদ মুখর অতন্দ্র প্রহরী হয়ে
সভ্যতার ন্যুব্জ শিরদাঁড়ায় ভেষজ প্রলেপ হয়ে !
জেগে ওঠো তুমি
আদিম বর্বরতার ব্যর্থ বিলাসী সম্ভ্রম লুটেরা
মনুষ্য হায়েনার বক্ষভেদী
সুতীক্ষ্ণ বল্লম হয়ে —
অনিবার্য মৃত্যু সনদ হয়ে !
ও আমার কবিতা
জেগে ওঠো তুমি তন্দ্রাতুর মানুষের
মোহাচ্ছন্ন অন্তরে !
জাগবে মানুষ—আবার জাগবে হৃদয় !
আসবেই পাখিডাকা ভোর এই বাংলায় !!