ডেস্ক রিপোর্ট: চিরপ্রতিদন্দ্বী পাকিস্তানের দেওয়া ১৪৮ রানের টার্গেটে পৌঁছে যায় ভারত। ব্যাটিং এ নেমে ২ বল হাতে রেখেই চার উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে’র ৬ ওভারে ৪৩ রান তুলতেই ২ উইকেট হারায় পাকিস্তান। অধিনায়ক বাবর আযম করেন ১০ রান। এদিন প্রথম ১০ ওভারে স্কোর বোর্ডে ২ উইকেটে ৬৮ রান তোলে পাকিস্তান। দলীয় ৮৭ থেকে ৯৭ রানের মাঝে ইফতেখার, রিজওয়ান ও খুশদিলের উইকেট হারানোর পাকিস্তানের স্কোরটা বড় হওয়ার পথে বড় বাধা তৈরী হয়।

পরে ভুবনেশ্বর দ্রুত ৩ উইকেট তুলে নিলে দলীয় ১২৮ রানে নবম উইকেট হারায় পাকিস্তান। দশম উইকেটে হারিস রউফ ও শাহনেওয়াজ ধানির ১৯ রানের জুটি ভাঙ্গলে ১ বল বাকি থাকতেই ১৪৭ রানে গুটিয়ে যায় বাবর আযমের দল। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করে মোহাম্মদ রিজওয়ান। ভারতের ভুবনেশ্বর ৪ ওভারে ২৬ রান খরচায় নেন ৪ উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৬ বলে ৪৯ রানের পার্টনারশিপ গড়েন রোহিত ও কোহলি। ইনিংসের নবম ও একাদশতম ওভারে নাওয়াজের বলে রোহিত ও কোহলির উইকেট হারিয়ে চাপে পরে ভারত। মাঝে ভারত রানের গতি কিছু কমে আসলে শেষ ৫ ওভারে রোহিতবাহিনীর ম্যাচ জিততে প্রয়োজন হয় ৫১ রান তবে হার্দিক পান্ডিয়ার ১৭ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংসের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত