Home সারাদেশ এডিসি হারুনের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের নিন্দা জানিয়েছেন এলাকাবাসী।

এডিসি হারুনের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের নিন্দা জানিয়েছেন এলাকাবাসী।

29

শ্যামল বিশ্বাস সাতক্ষীরা আশাশুনি থেকে: এডিসি হারুনের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও শ্রীউলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল সহ এলাকাবাসী। তিনি বলেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের থানাঘাটা গ্রামের জামাল উদ্দিন মাষ্টার ও শেফালী খাতুনের বড়ছেলে হারুন অর রশিদ। রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সাবেক)। যার বেড়ে উঠা গ্রামেই। তিনি ছোট বেলা থেকে আওয়ামীলীগ তথা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো এবং সাতক্ষীরা ডে-নাইট কলেজে পড়াশোনা কালিন ছাত্রলীগ করতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন। ২০০৮ সালের নির্বাচনের পরে জিয়া হলের তৎকালীন সাধারণ সম্পাদক ও পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এর ঘনিষ্ঠতায় তিনি সরাসরি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। হারুন আর রশিদের ছোট ভাই শরিফুল ইসলাম শরিফ বাংলাদেশে ছাত্রলীগের (সাবেক) কেন্দ্রীয় কমিটির দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনিও ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। এবং তার পরিবারের সকলেই আওয়ামীলীগ এর রাজনীতির সাথে জড়িত। কিন্তু বতর্মানে ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতা নির্যাতনের ঘটনা এলাকায় জানাজানি হলে এলাকায় পরিবারিক জমিজমা সক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা স্বার্থ হাচিল করার জন্য বতর্মানে হারুন অর রশিদ সহ তার পরিবারকে জামায়াত- শিবির বানানোর চেষ্টা করা হচ্ছে। এবং এলাকায় তার কোনো ক‍্যাডার বাহিনী নেই। এলাকায় সবাই এ এস পি হারুন নামে চেনে কিন্তু বাস্তবে আসলে তাকে অনেকেই চেনে না। এলাকার সবাই তাকে নম্ম- ভদ্র বলে চেনে ও জানে। আমি এই মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া এলাকাবাসীদের সাথে কথা হলে তারা বলেন আমরা এ এস পি হারুন কে চিনি এবং জানি তার এলাকায় কোনো ক‍্যাডার বাহিনী নেই এবং জামায়াত এর রাজনীতির সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, সে আওয়ামীলীগ তথা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। কিন্তু পারিবারিক ও ওয়াবদা ভেড়ি বাধের একটা পানি সরানো গেট নিয়ে বিরোধের জেরে এলাকার কিছু অসাধু মানুষের তথ‍্যের উপর ভিত্তি করে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে। এলাকাবাসির দাবি হারুন আর রশিদ কে অতিদ্রুত স্ব- পদে বহাল করা হোক।