Home সারাদেশ উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইগাতীতে চেয়ারম্যান প্রার্থী একেএম ছামেদুল হকের গণসংযোগ

উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইগাতীতে চেয়ারম্যান প্রার্থী একেএম ছামেদুল হকের গণসংযোগ

59

আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য, স্মার্ট জনপ্রতিনিধি দরকার,ঝিনাইগাতী উপজেলার ভোটাররা স্মার্ট প্রার্থী হিসেবে বেছে নিবেন একেএম ছামেদুল কেই। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নির্বাচনী এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় চালিয়ে যাচ্ছেন, চেয়ারম্যান প্রার্থী একেএম ছামেদুল হক। ১৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার এলাকায় স্থানীয় তৃর্ণমূল নেতাকর্মী, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সাথে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। আর এ সুফল পাচ্ছে তৃর্ণমূল পর্যায়ের জনগন। গ্রামে গঞ্জে বসে মানুষ দেশ-বিদেশে ইন্টারনেট ও মোবাইল ফোনে যোগাযোগ করছে। কৃষিবান্ধব সরকার কৃষিতে রেকর্ড পরিমান ভতুর্কি দিয়েছে এতে কৃষকরা লাভবান হয়েছে। আমি ঝিনাইগাতী উপজেলাবাসীর সেবা করতে চাই। এজন্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা দিয়েছি। আশাকরি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, সমর্থন দিবেন ও ভোট প্রার্থনা করছি। ওই সময় উপস্থিত ছিলেন, তিনানি বাজারের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল সামাদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোখলেসুর রহমান, হাতীবান্ধা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার বিশিষ্ট সমাজসেবক সোহেল রানা, মালিকান্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুল বাক্কি বাদল, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর, জাসদ নেতা মিজানুর রহমান, রফিকুল ইসলাম মান্নান, হাতীবান্ধায় ইউনিয়নের সাবেক মেম্বার আমিরুল ইসলাম, হাতীবান্ধা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আল আমিন, সাবেক মেম্বার মুনসুর আলীসহ অন্যান্যরা। উল্লেখ্য, তৃর্ণমূলের নেতৃবৃন্দরা ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে একেএম ছামেদুল হককে দেখতে চায়, এধরণের মতামত গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় চলাকালে উঠে আসে। গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় শেষে একেএম ছামেদুল হক সন্ধার পর তিনানী বাজারের জামিল অটো মিলের ধানের খোলায় এলাকাবাসীর সাথে আলোচনায় মিলিত হন। ওই সময় এলাকার বিপুল পরিমাণ লোকজন উপস্থিত ছিলেন।