আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া বিদেশে বসবাসরত তার নাগরিকদের জন্য সীমান্ত পুনরায় খুলে দিয়েছে।করোনা মহামারিকারে দেশটি তা সীমানত বন্ধ করে দিয়েছিল।এ ঘোষণার কারনে বিদেশে বসবাসরত উত্তর কোরিয়ার নাগরিকেরা পুনরায় দেশে প্রবেশ করতে পারবে। রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা কেসিএনএ রোববার এখবর জানিয়েছেন।
কেসিএনএ আরও জানায়, স্টেট ইমাজেন্সি প্রিভেনশান হেডকোয়াটার্স এর ঘোষণায় বিদেশে থাকা নাগরিকদের দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।যরা ফিরবেন তাদের কোয়ারেন্টিন ওয়ার্ডে এক সপ্তাহের মেডিক্যাল অবজারভেশনে রাখা হবে।
প্রসঙ্গত, করোনা মহামারির সময় শুরুতেই উতত্তর কোরিয়া সীমান্ত বন্ধ করে দিয়েছিল।