Home সারাদেশ উজিরপুরে মহিলা ইউপি সদস্য সীমার বিরুদ্ধে অপহরণ মামলা

উজিরপুরে মহিলা ইউপি সদস্য সীমার বিরুদ্ধে অপহরণ মামলা

58

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ২নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সীমা বেগমের বিরুদ্ধে অপহরণ মামলা। সুত্রে জানা যায় উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা গ্রামের মিন্টু মিরার ছেলে ইয়াছিন মিরা(২০),ইউপি সদস্য সীমা বেগম(৪০), হ্যাপী বেগম(৩০) মিলে আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মিতু আক্তারকে ৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় সাহেবেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় পথিমধ্যে ফুসলিয়ে এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে ইজিবাইকে তুলে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোজাখুঁজির পরে অবশেষে বখাটে ইয়াছিন মিরার ঘরে তাদেরকে পাওয়া যায়। এরপর ছাত্রীর বাবা তাকে ফেরৎ আনার চেষ্টা করলে তাকে ইউপি সদস্য সীমা বেগম বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। এ ঘটনায় ছাত্রীর পিতা বাবুল হাওলাদার অভিযুক্ত ইয়াছিন মিরা, সীমা বেগম ও হ্যাপী বেগমের বিরুদ্ধে ৬ ডিসেম্বর আগৈলঝাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং ৫। এরপর অপহৃতা ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে অভিযুক্ত মহিলা ইউপি সদস্য সীমা বেগমের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আঃ হালিম সরদারের কাছে মুঠোফোন জানতে চাইলে তিনি বলেন বিষয়টি শুনেছি। অপহরণের ঘটনায় ইউপি সদস্য সীমা বেগম জড়িত কিনা তা আমার জানা নেই।