Home জাতীয় উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা ও ছেলে হত্যার আসামী হাফিজুল গ্রেফতার আদালতে লোমহর্ষক জবানবন্দী

উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা ও ছেলে হত্যার আসামী হাফিজুল গ্রেফতার আদালতে লোমহর্ষক জবানবন্দী

41

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার ও তার ছেলে বিপ্লব তালুকদার হত্যা মামলার অন্যতম আসামী হাফিজুল ইসলাম সেপাইকে থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামানের আদালতে লোমহর্ষক স্বীকারোক্তি মুলক জনাব বন্দি প্রদান করেন ওই আসামী। পুলিশ সূত্রে জানা যায় উপজেলার আটিপাড়া গ্রামের আজগর আলী সেপাইয়ের ছেলে হাফিজুল ইসলাম সেপাই(১৯)কে তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ২ নভেম্বর ঢাকার কাফরুল থানার মিরপুর ১৩ নম্বর জব্বারের গলি হতে গ্রেফতার করা হয়। ৩ নভেম্বর তাকে আদালতে প্রেরণ করা হয়। গত ২৯ জুলাই উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের বাড়ীর পাশে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপÿরা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, পিটিয়ে নির্মমভাবে তাকে হত্যা করে। এসময় তার ছেলে বিপ্লব তালুকদারকেও গুরুত্বর আহত করে। পরবর্তীতে হাসপাতালে তার মৃত্যু হয়। এছাড়া ঐ সময় তার পরিবারের গুরুত্বর আহত হয় দেলোয়ার হোসেন তালুকদারের ছেলে সোহাগ তালুকদার ও তার স্ত্রী কল্পনা বেগম, বিপ্লবের স্ত্রী রোজিনা বেগম, মেয়ে স্বর্ণা আক্তার, জুয়েল তালুকদার ও তার স্ত্রী নাজনিন আক্তার মুন্নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ ও মামলা তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত মমিন উদ্দিন জানান এই মামলায় এ যাবৎ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ গ্রেফতারকৃত হাফিজুল ইসলাম সেপাই কে জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়। ৩ তারিখ সে আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দী প্রদান করেছেন।