Home জাতীয় উজিরপুরে বাবরখানা নাপিতবাড়ীতে মাদকের আখড়া

উজিরপুরে বাবরখানা নাপিতবাড়ীতে মাদকের আখড়া

40

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বাবরখানা নাপিতবাড়ীতে মাদকের আখরা। সুত্রে জানা যায় শোলক ইউনিয়নের বাবরখানা গ্রামের হারুন অর রশিদের ছেলে তানভির হাসান ওরফে সরোয়ার হোসেন সরদার(৩৮), মোক্তার সরদারের ছেলে মিঠু সরদার(২৩), মিলন সরদার(৩৮) মিলে চালাচ্ছে ইয়াবা ও গাজার রমরমা ব্যবসা বলে অভিযোগ করেছে এলাকার সচেতনমহল। মাদকের মামলায় হাজতবাস করে জামিনে এসে প্রশাসনকে ফাকি দিয়ে পুনরায় অবাধে চালাচ্ছে মরননাসক ইয়াবা ও গাজা ব্যবসা। যুব সমাজ ধংশের পথে। ভয়ে মুখ খুলছেনা এলাকার সাধারনরা। তারা বসতবাড়ী করে প্রশাসনের চোখে ধুয়া দিতে স্ত্রী সন্তান নিয়ে সাজানো গোছানো সংসার চালাচ্ছে। কিন্তু প্রতিনিয়ত সন্ধ্যা ঘনিয়ে এলে মাদকের হাট বসায় তাদের বাড়ীতে। নাপিত বাড়ী নামে পরিচিত ওই বাড়ী। জানা যায় ২১/০৩/২০২১ তারিখ নারায়নগঞ্জ থেকে ৪৭ হাজার ৩শত ২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ ১২ হাজার ৭শত টাকা এবং একটি মাইক্রোবাসসহ তানভির হাসান ওরফে সরোয়ার হোসেন সরদারকে গ্রেফতার করেছিল র‌্যাব। নারায়নগঞ্জ বন্দর থানার এফআইআর নং-৩৫, জি.আর মামলা নং-১১১। ৭/১১/২০১৯ তারিখ ৪ শত ৯৩ পিস ইয়াবাসহ মিঠু সরদারকে গ্রেফতার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে উজিরপুর মডেল থানার এফআইআর নং- ৫ ও জি.আর-২৬৬নং মামলা দায়ের হয়। ৩১/১২/২০১৯ তারিখ ১০ গ্রাম গাজাসহ মিলন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। যার উজিরপুর মডেল থানার এফআইআর নং-২২, জি.আর ৩০৯। এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছেন প্রতিরাতে ওই বাড়ীতে প্রভাবশালীদের আনাগোনা দেখা যায়। এদিকে মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষার জন্য ওই মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে তানভীর হাসান সরোয়ারের ব্যাপারে খোজ খবর নেওয়া হয়েছে । সে নারায়নগঞ্জে বিপুল পরিমান ইয়াবা সহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে বলে জেনেছি। তবে তার উপরে কঠোর নজরদারী রয়েছে।