Home জাতীয় উজিরপুরে খাদ্য সংকটে বেপরোয়া বানর

উজিরপুরে খাদ্য সংকটে বেপরোয়া বানর

45

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে খাদ্য সংকটে বানর বেপরোয়া হয়ে উঠেছে। একদিকে খাদ্যের অভাবে প্রতিনিয়ত বানর বিভিন্ন লোকালয়ে হানা দিচ্ছে। অপরদিকে বাড়ীতে ঢুকে তান্ডব চালিয়ে মানুষের খাবার ছিনিয়ে নিচ্ছে। বানরের উৎপাতে অতিষ্ট হয়ে পড়েছে উজিরপুরবাসী। প্রকৃতির রূপ সৌন্দর্য বন্য প্রাণি বানর এক নজর দেখার জন্য ঢাকা সহ বিভিন্ন স্থানে চিরিয়াখানায় টিকিট নিয়ে ভীর জমায় শিশু কিশোর সহ শিক্ষার্থীরা। কিন্তু উজিরপুর অধিকহারে বানর থাকা স্বত্ত্বেও কেউ একটু সহানুভুতি দেখাচ্ছে না। ক্ষুধার যন্ত্রনায় বানরগুলো হিংস্র হয়ে আশ পাশের এলাকার বিভিন্ন বাড়ীতে বাড়ীতে হানা দিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে থাকে। এমনকী সবজী বাগান, নারিকেল, আম পেয়ারা থেকে শুরু করে বিভিন্ন ফল খেয়ে উজাড় করে দিচ্ছে। উজিরপুরস্থ ব্যবসায়ী সোহাগ জানান আমার ব্যবসায় প্রতিষ্ঠানে বিক্রয়ের জন্য ঝুলিয়ে রাখা কলা,রুটি সহ খাদ্য সামগ্রী নিমিষেই লুফে নিয়ে যায়। উজিরপুরে বানরগুলি লজ্জাবতী প্রজাতী হওয়া স্বত্ত্বে খাদ্যের অভাবে দিন দিন হিংস্র ও বেপরোয়া হয়ে পড়ছে। স্থানীয়রা আরো জানান বানরের জন্য সরকারের কোন অনুদান না আসলে কিছুদিনের মধ্যে বানরগুলো না খেয়ে মারা যেতে পারে। আর অল্পদিনের মধ্যেই বানর বিলুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দিবে। এ ব্যাপারে বনবিভাগের বরিশাল রেঞ্জ কর্মকর্তা ও উজিরপুরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিম আহম্মেদ জানান বানরের খাবারের বাজেটের বিষয়টি আমাদের দপ্তরের কাজ নয় তবে আলাদা প্রজেক্ট থেকে আবেদনের প্রেক্ষিতে খাবার আনতে হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সভ্যসাচী জানান বানরের খাবারের বিষয়টি আমাদের দপ্তর থেকে দেয়া হয় না। তবে বানর অসুস্থ হয়ে পড়লে তাদের সু-চিকিৎসার দায়িত্ব আমাদের। উপজেলা নির্বাহী অফিসার প্রণতী বিশ্বাস জানান আমি এখন পর্যন্ত বানরের কোন খাবারের বরাদ্দ পাইনি, তবে বানরের খাদ্য সংকট থেকে উত্তোরণের জন্য আমি দ্রুত বিষয়টি নিয়ে লিখিত ভাবে জেলা প্রশাসকের কাছে অবহিত করব।