Home জাতীয় উজিরপুরের হষ্টিশুন্ডে শেখ সাদিকের কাছে জিম্মি অর্ধশত পরিবার

উজিরপুরের হষ্টিশুন্ডে শেখ সাদিকের কাছে জিম্মি অর্ধশত পরিবার

44

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের শেখ সাদিকের কাছে জিম্মি অর্ধশত পরিবার। উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড ৯নং ওয়ার্ডের শফিকুল ইসলাম তালুকদার, শাহিন বেপারী, আলামিন বেপারী, হালিম বেপারী, মন্নান সিকদার, নূরে আলম সিকদার, ইব্রাহিম তালুকদার রুবি বেগমসহ প্রায় অর্ধশত ভুক্তভোগী পরিবার জানান ওই এলাকার মোতালেব হোসেন বেপারীর ছেলে শেখ সাদিক বেপারী, তার বাবা সোহরাব বেপারী, রাজিব বেপারী, সজিব বেপারী,সাগর বেপারীর হামলা ও মামলার শিকার হয়েছেন তারা। এরমধ্যে শফিকুল ইসলাম তালুকদারকে জমি বিরোধ নিয়ে একাধিক মামলা জড়িয়ে হয়রানি করেছে। এমনকি জমি বিরোধ মিমাংশার জন্য ২ ফেব্রুয়ারি শালিস বৈঠক হয়। ১৫ মার্চ শালিসী রোয়েদাদনামা হওয়ার পরে তা না মেনে উল্টো শালিসদার ইব্রাহিম তালুকদার,বাবুল হোসেন বেপারী, মোঃ আবুল কালাম আজাদ (বাবুল), আতিকুর রহমান (দাদন), লুৎফর রহমান,মোঃ আবু তালেব মিয়া ও রফিকুল ইসলাম রাড়ীসহ সকল শালিসদারদের বিরুদ্ধে নাটক সাজিয়ে বরিশাল আদালতে মামলা দায়ের করে। ইতিপূর্বে শফিকুল ইসলামের বাবা শামসুল আলম তালুকদার, মাতা রাবেয়া বেগম ও তার স্ত্রীর বিরুদ্ধে এসিড মামলা দিয়ে হয়রানি করেছে। তাদের হুমকীর হাত থেকে রেহাই পায়নি শফিকুল ইসলামের অবুঝ ২ শিশু। তাদেরকেও বিভিন্ন ভয়ভীতির হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে শফিকুল ইসলামের স্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর বিষয়ে একই এলাকার শাহিন বেপারী প্রতিবাদ করলে তাকে শেখ সাদিক ও তার ভাই রাজিব, সজিব, সাগর ও তার বাবা সোহরাব মিলে শাহিনকে তার দোকান থেকে ধরে আনতে যায়। স্থানীয়দের হস্তক্ষেপে মিশন ব্যর্থ হয়। তবে পরবর্তীকালে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি অব্যাহত রয়েছে। এ ছাড়াও শেখ সাদিক স্কুলে যাওয়া আসার পথে একাধিক শিক্ষার্থীদেরকে ইভটিজিং করে। এ বিষয়ে ওই এলাকার আলামিন বেপারীর ছেলে আসলাম বেপারী ৩ দিন পূর্বে প্রতিবাদ করলে তার উপরও হামলা চালায়। ভুক্তভোগীরা আরো অভিযোগ করে বলেন শেখ সাদিক মাদক থেকে শুরু করে এলাকায় বিভিন্ন কূকর্মের সাথে জড়িয়ে পড়েছে। এলাকায় সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার, জুলুম আর অপরাধের মাত্রা চরমে পৌছেছে শেখ সাদিক গংরা। তাদের ভয়ে মুখ খুলছেনা সাধারণরা। তারা এলাকায় মূর্তীয়মান আতঙ্ক। সকল কুকর্মের হোতা হয়েও এলাকায় রাম রাজত্ব কায়েম করছে তারা। এ ব্যাপারে অভিযুক্ত শেখ সাদিকের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এদিকে শেখ সাদিকের ভাই রাজিব বেপারী তার স্ত্রীকে শিকলে বেধে নির্যাতন চালাতো বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা নিয়ে আগামী ২৫ মার্চ শালিষ বৈঠকের দিন ধার্য করা হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ওই মাদকসেবী মামলাজদের কবল থেকে রেহাই পেতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।