Home জাতীয় উজিরপুরের গুঠিয়া ইউপি নির্বাচনঃ নৌকার প্রার্থী ছত্তার মোল্লার প্রার্থীতা বাতিল ...

উজিরপুরের গুঠিয়া ইউপি নির্বাচনঃ নৌকার প্রার্থী ছত্তার মোল্লার প্রার্থীতা বাতিল হওয়ার উপক্রম

35

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আবদুস ছত্তার মোল্লার প্রার্থীতা থাকবে কি থাকবে না তা আজ বুধবার বিকালে নির্ধারণ হবে। তার প্রার্থীতা বাতিল চেয়ে এক প্রতিদ্বন্ধী প্রার্থী বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে আবেদন করলে মঙ্গলবার ( ৯ নভেম্বর) বিকাল ৪টায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এই মর্মে শুনানী অনুষ্ঠিত হয়। শুনানী শেষে পরবর্তী দিন আজ বুধবার ( ১০ নভেম্বর) বিকাল ৩টায় পূনরায় শুনানী অনুষ্ঠিত হবে বলে জানান বরিশাল জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম। নির্বাচন কর্মকর্তার কাছে নৌকা প্রতিকের প্রার্থী ইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুস ছত্তার মোল্লার প্রার্থীতা বাতিল চেয়ে আপিলকারী গুঠিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধার সন্তান চেয়ারম্যান প্রার্থী মো: নাসির উদ্দিন। অভিযোগ সূত্রে জানা যায়,আবদুস ছত্তার মোল্লা বানারীপাড়া মাদারকাঠি এলাকায় ডাকাতি ও জুলেখা নামের এক নারীর হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী। এ মামলায় তিনি কয়েক বছর বছর কারাবন্দি ছিলেন। উচ্চ আদালতে আপিলের প্রেক্ষিতে আবদুস ছত্তার মোল্লা জামিনে রয়েছেন। সাজাপ্রাপ্ত আসামী হওয়ায় আইনীভাবে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেনা আবদুস ছত্তার মোল্লা এমন দাবী করে আবেদন করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: নাসির উদ্দিন। শুনানীতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, উজিরপুর উপজেলা নির্বাচন কমকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ শেখ, উজিরপুর থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ প্রমুখ। এসময় চেয়ারম্যান প্রার্থী আবদুস ছাত্তার মোল্লা ও বরিশাল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ এ্যাড. তালুকদার মো: ইউনুস, এ্যাড. সালাউদ্দিন শিপুু সহ আইনজীবীগণ উপস্থিত। আবেদনকারী চেয়ারম্যান প্রার্থী মো: নাসির উদ্দিন ও তার আইনজীবী হিসেবে এ্যাড. মজিবর রহমান নান্টু, এ্যাড. নাজিম উদ্দিন পান্না, এ্যাড. আজাদ রহমান সহ আইনজীবীগণ উপস্থিত ছিলেন। উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আজ বুধবার (১০ নভেম্বর) বিকালে শুনানীতে উপস্থিত হওয়ার জন্য বলে শুনানী মুলতবী ঘোষণা করেন বরিশাল জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম। প্রসঙ্গত আগামী ২৮ নভেম্বর গুঠিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।