Home রাজনীতি ইয়াকুবের বেটা বেকুব এই সিইসি: রিজভী

ইয়াকুবের বেটা বেকুব এই সিইসি: রিজভী

46

ডেস্ক রিপোর্ট: বিরোধী দলকে মাঠ ধরে রাখতে হবে- প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সিইসিকে ইয়াকুবের বেটা বেকুব আখ্যা দিয়ে রিজভী বলেন, ‘বিরোধী দল মাঠ ধরে রাখার কে? মাঠ তো সমান থাকবে, স্বচ্ছ থাকবে, সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকার এবং তার নির্বাচন কমিশনের।’

সোমবার (৭ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘আজকে দেশ উন্নত হয়েছে, কুঁড়েঘর এখন কবিতায়, পায়ে চলা মেঠো পথ খুঁজে পেতে কষ্ট হয়’- তথ্যমন্ত্রীর দেওয়া এমন বক্তব্যেরও কড়া সমালোচনা করেন রিজভী।

তিনি বলেন, ‘এটা তো আপনি বলবেনই। কারণ, আপনি জনগণের ভোটের মন্ত্রী না। মানুষের দরিদ্রতা নিয়ে উপহাস করেছেন। আপনি তো গ্রামে যান না, হাটবাজারে যান না, রেললাইনের ধারে যান না, আপনি প্লেনে-প্লেনে উড়ে বেড়ান, দামি গাড়িতে করে বাড়ি যান। কড়াইল বস্তিতে তারা বানু কীভাবে জীবনযাপন করছেন, সেটি আপনার চোখে পড়ে না? ক্ষমতার বিলাসিতায় বসে আপনি (তথ্যমন্ত্রী) মানুষের দরিদ্রতা নিয়ে উপহাস করছেন ‘

বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, নির্বাহী কমিটির সদস্য জহির উদ্দীন স্বপন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার, সহ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সাবেক নেত্রী আরিফা সুলতানা রুমা প্রমুখ বক্তব্য দেন।-ইত্তেফাক