Home শিক্ষা ও ক্যাম্পাস ইবির ৩৬ তম ব্যাচের নাম ‘সংবর্ত-৩৬’

ইবির ৩৬ তম ব্যাচের নাম ‘সংবর্ত-৩৬’

38

ইবি প্রতিনিধি : অনেক জল্পনা-কল্পনা শেষে নিজেদের ব্যাচের নাম নির্বাচনে সম্মত হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩৬ তম ব্যাচ তথা ২০২১-২২ বর্ষের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ব্যাচই একটা নিজস্ব প্রতীকী নাম বহন করে থাকে। তারই ধারাবাহিকতায় ইবির ৩৬ তম ব্যাচের নাম এখন ‘সংবর্ত-৩৬’।

সোমবার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৩৬ টা বিভাগের নোটিশ গ্রুপে পোলের মাধ্যমে চলে ভোটগ্রহণ। ভোট গননা শেষে রাত ১২ টায় ফলাফল প্রকাশ করা হয়। এতে সংবর্ত পায় ৭৮৭ ভোট এবং প্রতিদ্বন্দ্বী অপরাজেয় পায় ৪৩২ ভোট।

এর আগে ২১-২২ সেশনের ভর্তির পর কয়েকটা নাম সিলেকশন করে নির্বাচনের মাধ্যমে অপরাজেয়-৩৬ নামে এত দিন পরিচয় বহন করলেও কিছু ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেনি বলে আপত্তি জানায়। ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সম্মিলিত ব্যাচের নাম নিয়ে দু’মতে বিভক্ত দেখা দেয়। সব কিছু আমলে নিয়ে সবার অংশগ্রহণমূলক একাত্মতা ফিরে পেতে এ নির্বাচনের সিদ্ধান্ত নেয় সিআর সংঘ।

নতুন নির্বাচিত নাম পেয়ে শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ বলেন, সংবর্ত নামটি আমাদের সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলো। অনেক অপেক্ষা ও সংগ্রামের পর অফিসিয়ালি নামটি পেয়ে আমরা সকলেই উচ্ছাসিত।

আরো অনেকের সাথে কথা বলে জানা যায়, এই ব্যাচ নামের বিভক্তির কারণে সম্মিলিত নেতৃত্ব ও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা ব্যাচ ডে পালন করতে বাঁধা হয়ে দাঁড়ায়। আমাদের স্বতন্ত্র একটা পরিচয় থাকা উচিত। গণতান্ত্রিক উপায়ে এমন সিন্ধান্তকে সাদুবাদ জানাচ্ছি। আমরা শিক্ষার্থী; আমরাই সংবর্ত-৩৬।