Home জাতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম মারা গেছেন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম মারা গেছেন

50

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম মারা গেছেন।শনিবার রাত ১১ টা ৫০ মিনিটে সিএমএইচে মৃত্যু বরন করেন তিনি। এতথ্য পরিবারের পক্ষ থেকে তার জামাতা আমিনুর রহমান নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

মালুম গত ২৫ মে রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

অবস্থার আরো অবনতি হলে ২ জুন তাঁকে সিএমএইচে স্থানান্তর করা হয়।

মরহুমের লাশ বেলা ১২ টায়:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হবে।বেলা সাড়ে ১২টায় পল্টনস্থ সিপিবি কেন্দ্রীয় কার্যালয় চত্বর, মুক্তি ভবনে শ্রদ্ধা জানানো হবে।দুপুর দেড়টায় হাইকোর্টে নামাজে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।আজ দুপুর আড়াইটায় কেন্দ্রীয় শহীদ মিনারর শ্রদ্ধা নিবেদন নেওয়া হবে।
পরে মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

২০১০ সালে অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য জেয়াদ আল মালুম প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান।