Home জাতীয় বানারীপাড়ায় হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা আ.হাই বখশের স্মরণসভা

বানারীপাড়ায় হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা আ.হাই বখশের স্মরণসভা

31

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বধিরদের কথা শিক্ষা প্রতিষ্ঠান হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত বন্দর মডেল এবং রাজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় আ.হাই বখশ্রে প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারী সোমবার বিকেলে হাই কেয়ার স্কুল প্রাঙ্গনে বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার,উপজেলা ওয়ার্কার্সপার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু,নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক,সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া,সাংবাদিক এস মিজানুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ। বক্তারা এসময় প্রয়াত এ গুনী শিক্ষকের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন। জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত শিক্ষক প্রয়াত আ.হাই বখ্শের একমাত্র ছেলে রাসেল বখশের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,নির্বাহী সদস্য এস.এম গোলাম মাহমুদ রিপন,পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাষ্টার হায়দার আলী,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন,সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের করনিক শাওন মোঘল,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য মেহেদী হাসান ও আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আ.হাই বখ্শের রুহের মাগফেরাত কামনায় বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মসজিদের ইমাম মাওলানা মো.ইলিয়াস দোয়া মোনাজাত পরিচালনা করেন।