Home রাজনীতি ‘আনসার ব্যাটালিন বিল’ প্রত্যাহার চায় ওয়ার্কার্স পার্টি

‘আনসার ব্যাটালিন বিল’ প্রত্যাহার চায় ওয়ার্কার্স পার্টি

35

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর বুধবার এক বিবৃতিতে আনসার বাহিনীকে আটক ও জব্দের ক্ষমতা প্রদানে ‘আনসার ব্যাটালিন বিল—২০২৩’ সংসদে উত্থাপনে বিস্ময় প্রকাশ করে বলে, বিলটি পাশ হলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্বৈততার সৃষ্টি হবে এবং দুই বাহিনীর মধ্যে দ্বন্দ তৈরী হবে। বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত বিল নিয়ে পুলিশ বাহিনীদের মধ্যে যেমন ক্ষোভের সৃষ্টি হয়েছে, জনমনেও আশংকা তৈরী করেছে। বিবৃতিতে তারা প্রস্তাবিত বিলটি প্রত্যাহারের আহ্বান জানান।