Home জাতীয় আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতে এক যুবকের ৩ মাসের কারাদণ্ড

আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতে এক যুবকের ৩ মাসের কারাদণ্ড

27

নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রম্যমান আদালতের মাধ্যমে আশরাফুল ইসলাম (২০) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে৷

সে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার বন্দরপাড়া এলাকার শহীদের ছেলে।

জানা যায়, শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের মরিচ হাটিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসফিকুল আলম হালিমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসানো হয়।

বিপরীত দিকে থেকে আসা নিয়ন্ত্রণহীন ভাবে মোটরসাইকেলের এক আরোহীকে থামানো হয়। পরে তাকে আটকানো হলে মাদকাসক্ত মনে হয়। সে মাত্রাতিরিক্ত মাদক সেবন করে গাড়ি চালাচ্ছিল যেটা জীবনের জন্য মৃত্যুর ঝুঁকি রাখে।

মাদকসেবন করে অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো এবং মাদক সেবন করায় তাকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারা অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা এবং জেল হাজতে পাঠানো হয়।