Home রাজনীতি আজ ‘ঢাকা জেলা আ’লীগ’ সম্মেলনে বড় শোডাউন দেবে আওয়ামী লীগ

আজ ‘ঢাকা জেলা আ’লীগ’ সম্মেলনে বড় শোডাউন দেবে আওয়ামী লীগ

31

স্টাফ রিপোর্টার আজ শনিবার ২৯ অক্টোবর ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে রাজধানীতে ব্যাপক লোক সমাগমের পরিকল্পনা করছে টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার জায়গায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি। সম্মেলন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেস্টা সালমান ফজলুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো: আব্দুর রহমান এমপি, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা.দীপু মনি এমপি, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি ও সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো: মাহবুবুর রহমান।
এতে বড় সমাবেশের মধ্য দিয়ে বিএনপিকে বার্তা দেবে আওয়ামী লীগ। এরআগে গত ২৩ অক্টোবর ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জের সম্মেলনেও বড় জমায়েতের শোডাউন দেয় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দলটি।
বিএনপি ঢাকাসহ সারা দেশে ব্যাপক মানুষের উপস্থিতি দেখিয়েছে। কয়েক মাস ধরে গণমাধ্যমে তারা ব্যাপক কভারেজ পেয়েছে। ফলে আওয়ামী লীগের সঙ্গে দেশের জনগণ রয়েছে, সেটি আওয়ামী লীগ রাজপথের শক্তির মাধ্যমে আজ জানান দেবে।