Home সাহিত্য ও বিনোদন গীতাঞ্জলি সম্মাননা পদক পেলেন শিক্ষাবিদ ড. অরুণ, সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক ও...

গীতাঞ্জলি সম্মাননা পদক পেলেন শিক্ষাবিদ ড. অরুণ, সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক ও চিত্রশিল্পী মোহাম্মদ ইউনুস

41

ডেস্ক রিপোর্ট: ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে ২৮ অক্টোবর শুক্রবার উত্তরাস্থ ক্ষুদ্র ও কুটির শিল্প ইন্টটিটিউট মিলনায়তনে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে দেশের শিক্ষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশবরেণ্য শিক্ষাবিদ প্রফেসর এমেরিটাস ড. অরুণ কুমার বসাক, সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক এবং চিত্রশিল্পী অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে গীতাঞ্জলি সম্মাননা পদক’ ২০২২ প্রদান করা হয়। পদকের সাথে তিনগুনীকে ২৫,০০০/- টাকা করে ৭৫০০০/- টাকা মূল্যের চেক প্রদান করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ আতিকুল ইসলাম, উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট জনাব ফিরোজ আলম ও শিল্প উদ্যোক্তা শহিদুল আলম বিদ্যুৎ, সভাপতিত্ব করেন দেশবরেণ্য শিক্ষাবিদ আ আ ম স আরেফীন সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন গীতাঞ্জলি ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধু মুক্তমঞ্চ উত্তরার উদ্যোক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব আমিন মিঠু।