Home শিক্ষা ও ক্যাম্পাস আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্মদিন

আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্মদিন

71

বোরহান উদ্দীন রব্বানী : আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্মদিন। বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয় প্রতিবছর। ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। দীর্ঘ ৫২ বছরের গৌরব ও ঐতিহ্যের দীর্ঘ যাত্রার পর সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত জাবি ৫৩ বছরে পা দিল। এই দীর্ঘ যাত্রায় প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় ইতিহাস এবং সাফল্যের স্বাক্ষর।

প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব স্বর্গ হিসেবে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় । শীতের মৌসুমে এখানকার স্বচ্ছ পানির লেকে নানা ধরনের অতিথি পাখির সমাগম ঘটে। লেকগুলোতে ফুটে থাকা লাল জাফরানের বুকে অতিথি পাখির কিচিরমিচির শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীদের মুগ্ধ করে। এছাড়া প্রজাপতি সংরক্ষণ ও প্রজননের জন্য রয়েছে ‘বাটারফ্লাই পার্ক’। প্রতি বছর প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয় প্রজাপতি সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে। বিজ্ঞান গবেষণার জন্য রয়েছে দেশের অন্যতম ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্র।
প্রতিবছর বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনটিকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। এ বছরও দিনটিকে নানা বর্ণিল আয়োজনের মাধ্যমে পালন করা হচ্ছে।