Home রাজনীতি আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

52

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল বুধবার (২৭ জুলাই)। প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে করতে ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা। যদিও সদ্য প্রায়ত সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ এর শোক কাটিয়ে উঠতে পারেনি সংগঠনের নেতাকর্মী। শোক কে শক্তিতে পরিণত করেই বিরামহীনভাবে যার যার অবস্থান থেকে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কাজ করছেন।
প্রতিষ্ঠা বার্ষিকীতে গৃহীত কর্মসূচি: প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের গৃহীত কর্মসূচির মধ্য রয়েছে-কাল বুধবার সকাল ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা, মহানগর, উপজেলা, ওয়ার্ডসহ সকল শাখার দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯ টায় ধানমন্ডি ৩২ নম্বরস্থ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। এরপর সকাল ১১ টায় খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সভায় সভাপতিত্ব করবেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা ও তাঁর সু-স্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়াও সন্ধ্যা ৭টায় কলাবাগান ক্রীড়াচক্র মাঠ প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আতশবাজি উৎসব অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ১৯৯৪ সালের এই দিনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেন। গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে সংগঠনটি ২৭ বছরে পদার্পণ করলো। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আন্দোলন, সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সব সময় মাঠে ছিল। গত বছর দেশে করোনা মহামারি শুরুর পর থেকে করোনা সংক্রমণ রোধে জন সচেতনতা সৃষ্টি এবং অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগ। তবে করোনার কারণে এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির বড় কোনও অনুষ্ঠান হচ্ছে না। তবে সীমিত আকারে কিছ কর্মসূচি পালন করা হবে।
এদিকে সরজমিনে দেখা গেছে, বিগত দুই বছর করোনার মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে রাজধানী ঢাকা ব্যানার, ফেস্টুনের শহরে পরিণত হলেও এবার চিত্র ভিন্ন। ঢাকা মহানগরের ওয়ার্ড,থানা কমিটি বিলুপ্ত করায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনে নেতাকর্মীদের মনে তেমন জোস নেই। তারচেয়ে বড় কথা হলো স্বেচ্ছাসেবক লীগ মহানগর উত্তর ও দক্ষিণ প্রায় তিন বছরেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদককে সকল কার্যক্রম স্থগিত করার নির্দেশনা দিয়ে গত মাসে ২৮তারিখে চিঠি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। যতদিন পর্যন্ত মহানগর পূর্ণাঙ্গ কমিটি করে জমা না দেওয়া হবে ততদিন পর্যন্ত মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তাই নেতৃত্বে শূন্যই বলা চলে মহানগর স্বেচ্ছাসেবক লীগ। তারপরে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভিন্নরুপে আর্বিভাব হচ্ছেন কেউ কেউ। ঢাকা মহানগরের ওয়ার্ড,থানা কমিটি বিলুপ্ত করায় পরে দক্ষিণে কিছু নেতাকর্মীর ব্যানার থাকলেও উত্তরে নতুন সাজে ব্যানার পোস্টার সেজেছে। মিরপুর এলাকায় ঢুকতে চোখে পরলো প্রতিষ্ঠাবার্ষিকীর সাজ-সজ্জা তাতে এগিয়ে রয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবকলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: দুলাল হোসেন। ঢাকা মহানগর উত্তর অধিকাংশ ব্যানার পোস্টার তারই নামে। গাবতলী থেকে ধানমন্ডি ৩২, টেকনিক্যাল থেকে মিরপুর ১নম্বর হয়ে মিরপুর ১৪, মিরপুর ১২ নম্বর হইতে ফার্মগে, ফার্মগেট হইতে উত্তরা আব্দুল্লাহপুর পর্যন্ত তারই প্রচারণা বেশী। তার ব্যানার পোস্টারের ধরণ দেখে মনে হচ্ছে নতুন করে সম্মেলনের আমেজ বয়ে আসছে। কমিটি নেই তারপরেও এতো প্রচার কেন করেছেন, তার মুঠফোনে জানতে চাইলে মো: দুলাল হোসেন বলেন, বুক ভরা শোকের মধ্যে যারা হাসতে পারে, আমি তাদের মধ্যে একজন। এক দিকে দলের দুঃসময়ের অন্য দিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী তারমধ্য কমিটির নেই তারপরেও নেতা হয়ে বসে থাকতে পারি না। মহানগরে কোনো কমিটি নেই পদ নেই তাই বলে কি ব্যানার পোষ্টার করা যাবে না। দলের সঙ্গে ছিলমা আছি ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি থাকবো ইনশাআল্লাহ। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডেমরার বিভিন্ন মোরে মোরে বিশাল বিশাল ব্যানার-ফেস্টুন ও দেয়ালে দেয়ালে পোস্টার সাটিয়েছেন ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশী নেতা সিফাত সাদেকীন চপল। সিফাত সাদেকীন চপলের মতো ঢাকা মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন থানা-ওয়ার্ডে পদপ্রত্যাশী আরো অনেকে পোস্টার সাটিয়েছেন দেয়ালে দেয়ালে। বুধবার সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে পালনের ব্যাপক প্রস্তুতি ও নিয়েছেন তারা। মহানগর উত্তর ও দক্ষিণ প্রায় ২ডজন নেতাকর্মীরা বলেন, আমাদের একটাই দুঃখ যে, তিন বছরেও পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি মহানগরের দায়িত্বপ্রাপ্তরা। আমাদের অপরাধ কি? আমরা যদি সফল না হই, তাহলে আমাদের সম্মেলনের মাধ্যমে বিদায় দিলে আমরা খুশি হইতাম। প্রায় তিন বছরে কোনো কমিটি না দিয়ে বরং মহানগর কমিটি ওয়ার্ড, থানার কমিটি বিলুপ্ত করেছে। এছাড়া গত ২৮জুন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। তাই এখন মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতাবিহীন।