Home খেলা আইসিস র‌্যাংকিংয়ে অষ্টম বাংলাদেশ

আইসিস র‌্যাংকিংয়ে অষ্টম বাংলাদেশ

28

ডেস্ক রিপোর্ট: আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। বার্ষিক হালনাগাদে বুধবার সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাংকিং তালিকা প্রকাশ করে আইসিসি।
২০১৯ সালের মে থেকে ২০২১ সালের মে মাসের আগের ৫০ শতাংশ ও পরবর্তী সিরিজের শতভাগ ম্যাচ বিবেচনা করে র‌্যাংকিং প্রকাশ করা হয়।
এক ধাপ এগিয়ে ২৩৩ রেটিং নিয়ে অষ্টম স্থানে উঠলো বাংলাদেশ। ২৩০ রেটিং নিয়ে নবম স্থানে শ্রীলংকা। দুই ধাপ পিছিয়ে গেছে আফগানিস্তান। ছয় রেটিং খুইয়েছে তারা। ২২৬ রেটিং নিয়ে দশম স্থানে নেমে গেছে আফগানিস্তান।
তালিকার শীর্ষে আছে ভারত। ২৭০ রেটিং আছে তাদের। দ্বিতীয় থেকে চতুর্থস্থান পর্যন্ত আছে যথাক্রমে- ইংল্যান্ড (২৬৫), পাকিস্তান (২৬১), ও দক্ষিণ আফ্রিকা (২৫৩)। টি-টোয়েন্টির বিশ^ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছে পঞ্চমস্থানে। তাদের রেটিং ২৫১।