ডেস্ক রিপোর্ট: আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ট্রফি ঢাকায় পৌঁছেছে। রোববার রাত ১১টায় ট্রফিটি ঢাকায় পৌঁছানোর কথা জানিয়েছেন বিসিবি।ট্রফিটি প্রদর্শনের জন্য আগামী ৯ আগষ্ট পর্যন্ত থাকবে। এসময় ৭-৯ আগষ্ট ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা, সাংবাদিক এবং জনসাধারণের জন্য একাধিক স্থানে প্রদর্শন করা হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ট্রফি প্রদর্শেন প্রতিদিনের সুচি প্রকাশ করেছে। সুচিনুযায়ী আজ প্রথম দিন বেলা তিনটায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সার্ভিস এরিয়া ১এ আনুষ্ঠনিক ফটোসেশন অনুষ্ঠিত হবে।
৮ আগষ্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট ষ্টেডিয়ামে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাখা হবে। সেখানে ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা, সাংবাদিকদের জন্য প্রদর্শন করা হবে ।
৯ আগষ্ট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য প্রদর্শন করা হবে।
ভারত থেকে আইসিসি ট্রফি গত ২৭ জুন বিশ্ব ভ্রমণ শুরু হয়েছে।এটি আইসিসি সদস্য দেশ ভ্রমন শুরু করেছে।আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভারতের বিভিন্ন ভেন্যূতে প্রদর্শিত হবে।