Home আন্তর্জাতিক অসমন্বিত উপায়ে মহামারী দূর হবে না, বললেন জাতিসংঘ প্রধান

অসমন্বিত উপায়ে মহামারী দূর হবে না, বললেন জাতিসংঘ প্রধান

35

ডেস্ক রিপোর্ট: এখনো বিশ্বের ৯৮টি দেশ বছর শেষের টিকার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে নি এবং বিশ্বের ৪০টি দেশ এখনো মোট জনসংখ্যার ১০ শতাংশকেও টিকার আওতায় আনতে পারে নি। এবং নিম্ন আয়ের দেশগুলো মোট জনসংখ্যার ৪ শতাংশকেও টিকার আওতায় আনতে পারে নি।

গুতেরেস বলেন, এই বছরের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশকে টিকার আওতায় আনতে দেশগুলোকে আরো সংঘবদ্ধ পদক্ষেপ নিতে হবে, অসমন্বিত উপায়ে দেশগুলো কখনোই মহামারীকে পরাজিত করতে পারবে না। টিকার অসমতা বিশ্বের প্রতিটি প্রান্তে স্বাস্থ্য এবং অর্থনীতিকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এনডিটিভি

নিউইয়কে এক সম্মেলনে গুতেরেস সদস্য দেশগুলোকে ২০২২ সালের মধ্যে প্রত্যেকটি দেশের কমপক্ষে ৭০ভাগ নাগরিককে টিকার আওতায় আনতে আরো ‘উচ্চাভিলাষী পদক্ষেপ’ গ্রহণের আহ্বান জানান।

গুতেরেস জানান, বর্তমানে যে টিকা কার্যক্রম তা চলতে থাকলে ২০২৪ সালেও আফ্রিকার দেশগুলো জনসংখ্যার ৭০ শতাংশকে টিকার আওতায় আনতে পারবে না।-আমাদের সময়.কম