Home সাহিত্য ও বিনোদন ” অনামিকা – ২ “

” অনামিকা – ২ “

61

।। ইভা আলমাস ।।

সময়ের স্রোতে ভেসে যায় তরী
অনাদর অবহেলার সংগীতেই
নির্মেঘ রাত্রির স্বচ্ছ মৌনতা
এলোমেলো প্রশ্বাসের হিম বারতা
গহীন অন্ধকার পেরিয়ে গেছে
সেই কবে-ঠিক জানা নেই।

আকাশের নির্জনতায়
নক্ষত্র বিলাসী অনুভব
ছুঁয়ে দেয় অস্তিত্বের দ্বন্ধ-কবলিত মন,
পোড় খাওয়া সময়ের পেন্ডুলামে
ঢং ঢং বেজে চলে ক্ষয়িষ্ণু অভিমানে
নির্বিঘ্নে মথিত হয় আঁধারের ক্ষণ।

আগ্নেয়গিরির বৈরী উত্তাপে
ভস্মীভূত আনমোল প্রেম
ছাই হয়ে উড়ে যায় অজানায়,
অদ্ভুত ভাবাবেগের উত্তাপে
স্বপ্নেরা বিদগ্ধ খরতাপে
তবু এই অসময়ে
কেন যায় তোমার আঙিনায়

আমি কিংকর্তব্যবিমুঢ়!