Home জাতীয় লালপুরে কথিত ‘পাকা’ বাহিনীর নেতাসহ ৪ সদস্য আটক।

লালপুরে কথিত ‘পাকা’ বাহিনীর নেতাসহ ৪ সদস্য আটক।

48

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরপাড়া গ্রামের সিরাজীপুর এলাকায় অভিযান চালিয়ে কথিত পাকা বাহিনীর নেতা আনিছুর রহমান আনিছ (৪০) সহ ওই বাহিনীর ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র সস্ত্র উদ্ধার করে তারা।

র‌্যাব জানায়, র‌্যাব-৫, নাটোর সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী ও উপ অধিনায়ক ফরহাদ হোসেন এর নেতৃত্বে র‌্যাব এর একটি দল রোববার গভীর রাতে উপজেলার ঈশ্বরপাড়া গ্রামের সিরাজীপুর চৌরাস্তা এলাায় অভিযান চালিয়ে বিলমাড়িয়্ গ্রামের আবুল কাশেমের ছেলে কথিত পাকা বাহিনীর প্রধান আনিছুর রহমান আনিছ , ওই বাহিনীর সদস্য আমির প্রামানিকের ছেলে হাসিবুল ইসলাম (১৯), নাজিম উদ্দিনের ছেলে আহমেদ সজল (২১) নওপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে রাসেল আহমেদ (২৩)কে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র বড় হাসুয়া ৪টি, চাকু ৫ টি, চাপাতি ১টি, ক্ষুর ২টি সহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।

র‌্যাব আরো জানায় উক্ত বাহিনী দীর্ঘ দিন ধরে পাকা বাহিনী নামে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড,ছিনতাই, দস্যুতা সহ নানা অপকর্মে লিপ্ত ছিল।আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা রুজু করা হয়েছে।