Home জাতীয় পাবনা ফরিদপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

পাবনা ফরিদপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

222

ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ পাবনা ফরিদপুর উপজেলায় বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মোসা. জেসমীন আরা । শুক্রবার উপজেলার শাকপালা গ্রামের মো. আবু হানিফের মেয়ের ও রামনগর গ্রামের মো.মাসুদের ছেলের সাথে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।।মেয়ের বয়স ১৪ বছর ।এই বাল্যবিয়ের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষনিক কনের বাড়ীতে ছুটে যান এবং বাল্য বিবাহ বন্ধ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন,প্রাপ্ত বয়স্ক না হলে মেয়ের বিয়ে দেওয়া যাবেনা।প্রাপ্ত বয়স্ক না হলে ছেলে ও মেয়ের বিয়ে দিবে না বলে ছেলেও মেয়ের বাবা মুচলেখা দেন এবং তাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন।বাল্যবিবাহ নিরোধ আইন,২০১৭ এর ৮ মোতাবেক ভ্রামমান আদালতে মেয়ে ও ছেলের বাবাকে ১৫,০০০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।