Home সারাদেশ ৮ দফা দাবিতে ঢাকার সূত্রাপুরে সিপিবির মিছিল ও সমাবেশ

৮ দফা দাবিতে ঢাকার সূত্রাপুরে সিপিবির মিছিল ও সমাবেশ

20

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃবৃন্দ বলেছেন, পুরানো ঢাকার ডিআইটি প্লটের পুকুর দখলের পাঁয়তারা চলছে, ডিস্টিলারি রোড পুকুরকে দূষিত করা হচ্ছে। এই পুকুরগুলো জলাশয় রক্ষায় নেই কোন সরকারি উদ্যোগ। খাল-নদীগুলো দিনের পর দিন হত্যা করা হচ্ছে। সিটি কর্পোরেশন খোলা পদ্ধতিতে আবর্জনা পরিষ্কার করায় বায়ুদূষণ আজ চরম মাত্রায় উঠেছে। কর্পোরেশনের সেকেন্ডারি ডাম্পিং স্টেশনগুলো পরিবেশ দূষণের উৎসে পরিণত হয়েছে। সূত্রাপুর বাজারের খাসজমি ভ‚মি দস্যুরা দখল করছে। সরকারকেই তা উদ্ধার করতে হবে এবং সেখানে জনসাধারণকে কম মূল্যে মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার জন্য সরকারি হাসপাতাল নির্মাণ করতে হবে। ধূপখোলা মাঠসহ সকল খেলার মাঠ উন্মুক্ত করতে হবে। ঘুণ্টিঘর রেললাইনের উপর ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে। গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। গ্যাস-পানি-বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি করা চলবে না। বিশুদ্ধ পানি সরবরাহ করতে এবং এবং পুরানো পানি সরবরাহ লাইন বদলে ফেলতে হবে। সূত্রাপুর এলাকাকে বাসযোগ্য করে তুলতে হবে।
আজ ১৯ মে শুক্রবার, বিকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সূত্রাপুর থানা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড বিকাশ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খানের সঞ্চালনায় ঘুণ্টিঘর ও সূত্রাপুরে ৮ দফা দাবিতে দাম কমাও-জান বাঁচাও ¯েøাগানে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ এসব দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সংগঠক জাহিদ হোসেন খান, ঢাকা মহানগর দক্ষিণের নেতা ত্রিদিব সাহা, আবু তাহের বকুল, আনোয়ার হোসেন, হামিদুর রহমান ইকবাল, জয় বনিক, দীপক শীল, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা কামাল হোসেন বাদল।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সূত্রাপুরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।