Home রাজনীতি ৬ষ্ঠ দফা অবরোধের প্রথমদিনে ঢাকা দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ

৬ষ্ঠ দফা অবরোধের প্রথমদিনে ঢাকা দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ

77

স্টাফ রিপোটার: দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল এবং গণতন্ত্র পুনরুদ্ধার, বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হতাহত করা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও সরকার পতনের একদফা দাবিতে ডাকা বিএনপিসহ বিরোধীদল গুলোর ডাকা ৬ষ্ঠ দফা অবরোধ কর্মসূচীর প্রথম দিনে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে খন্ড খন্ড মিছিল করেছে।

মহানগর দক্ষিণের কামরাংগীরচর, খিলগাঁও, শাহবাগ, ডেমরা থানাসহ সকল থানায় অবরোধের সমর্থনে এসব মিছিল বের করলে বিভিন্নস্থানে আওয়ামী লীগ ও পুলিশ হামলা চালায় বলে অভিযোগ করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা। হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন আহত এবং কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার হয়।

কামরাংগীরচর থানার ৫৫, ৫৬ ও ৫৭ ওয়ার্ড বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে কামরাঙ্গীচর ঢালে মিছিল বের করে।

শাহবাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীরর বিজয়নগর এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে।

খিলগাঁও থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে খিলগাঁও ফ্লাই ওভারের নিচের মেইন সড়কে মিছিল বের করে।

ডেমরা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ডেমরা চৌরাস্তা মোড়ে মিছিল বের করে এবং বিভিন্নস্থানে পিকেটিং করে।

রাজধানীর লালবাগ কাঁচাবাজার মোড় এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে থানা যুবদলের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে রাজধানীর ধানমন্ডি, বিজয়নগর ও খিলগাঁওয়ে মিছিল বের করে।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ নগরীর খিলগাঁও জোনে অবরোধের সমর্থনে রেলগেট এলাকায় মিছিল করে।

শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ অবরোধের সমর্থনে কমলাপুর রেলস্টেশনের সামনে একটি বিক্ষোভ মিছিল বের করেছে।